পাপের নদীতে ডুবছে শরীর
পুণ্যের ভাঁড়ার শূন্য
পাপীরাও খোঁজে মরে
কবে মিলবে পুণ্য।

ভালোবাসার হিজল বনে
করছে মানুষ পাপ
উপরওয়ালা দেখছে সবই
কেউই পাবে না মাপ।

জীবন তরী ভেসেই চলে
উজান স্রোতে ভাটা
পাপের বোঝা বেড়েই চলে
পড়বে পিঠে ঝাঁটা।

প্রস্তুত থেকো আসবে ঝড়
নষ্ট নদীর কূল
ভাঙা গড়ার খেলায় মানুষ
শুধুই করে ভুল।

ও পাপীরা পাবে না ক্ষমা
সুখের ঘরে চুরি
আলোর সিঁড়ি পাবে না খুঁজে
কে কখন মারবে ছুরি।

       ******

রচনাকাল -
৩রা এপ্রিল ২০২৫