দাবানলের মধ্যে দাঁড়িয়ে আছে ঈশ্বর
মানুষ ঈশ্বরকে খুঁজেই চলেছে...
মোমবাতির আলোতে ক্রমশ উবে যাচ্ছে ঈশ্বরের অস্তিত্ব
গভীর ভাঙনে ক্ষত বিক্ষত মানুষের হৃদয়।
শীতের কুয়াশা ছিঁড়ে রোদ্দুর ওঠে
ভোর পাখিদের কিচিরমিচির সভ্য মানুষ পছন্দ করে না
সভ্যতা এগিয়েছে, মানুষ এগোয় নি
ভোর কাকে বলে তারা জানে না
রাত্তির দুটো তিনটে পর্যন্ত রঙিন উৎসবে মত্ত।
হাঁটুতে ব্যথা, সারা শরীরে ফুর্তির যন্ত্রণা
তখনই খোঁজ পড়ে অভুক্ত ঈশ্বরের -
ভোরের বাতাসে মুক্তির গান শোনা যায়
সেখানে মন্দির মসজিদ গির্জা মিলে মিশে একাকার।
*****
রচনাকাল -
৩১শে ডিসেম্বর ২০২৪