কুয়াশাতে মুখটি ঢেকে
দাঁড়িয়ে সোনালী ধান
ভোরের আলো হৃদয় জুড়ে
করছে কলতান।

ঘন কুয়াশায় যায় না দেখা
সবার অসুখী মুখ
সবাই চায় সুখী হতে
ক'জন পায় সুখ।

    ****