ভাঙন যখন হৃদয় গভীরে
দেখতে পায় না কেউ
কান্নার স্রোতে ভয়ের কাঁপন
লাগবে হাজার ঢেউ।

অশনি সংকেত কপালে লেখা
জীবন নিলাম হয়
দুঃখগুলো বুকে জড়ালেই
কাটবে সকল ভয়।

আলোর দিশা খুঁজছে মানুষ
হিজল বনে আলো
সেই আলোতেই স্নান করলে
সব্বার হবে ভালো।

      *****