চোখের কোণটা যেন ধূসর গোধূলি মাঠ
বিবর্ণ রোদ্দুরে পুড়ে যায় ভালোবাসার উপকূল
ঝরে যাওয়া ফুলের গন্ধ শিশিরের স্পর্শে প্রাণ পায়।
তবুও সে ফুল কুঁড়িয়ে নেয় না কেউ।

সম্পর্কের আয়নায় নিজেকে দেখতে চায় সব্বাই
সভ্যতার রঙ্গমঞ্চে উঠেছে ঝড় -
হৃদয়ের বালুচরে ঘুমিয়ে আছে অনাগত নারী
আঁচল নেই, ওড়নার আঙিনায় খুশির রোশনাই।

ভাঙা জোৎস্নার আলোয় সাঁতার কাটছে ভালোবাসার মানুষ
স্বপ্নের রঙ রামধনু হয়ে যায় -
গোধূলির আলো বুকে নিয়ে ভালোবাসা ভালো বাসা খুঁজছে।

চোখের কাজলে সোহাগের আলপনা
হৃদয়ের বর্ণমালায় লেখা থাকে ভালোবাসার কাব্য
ভোরের শিশির ভিজিয়ে দেয় হৃদয়ের উপবন।

          ******

৮ সেপ্টেম্বর ২০২৩