মাঝ রাত্তির তবুও ঘুম নেই চোখে
ফসলের মাঠ থেকে ভেসে আসছে সুগন্ধ
পরিশ্রমের ফসল ঘর ওঠার দিন
মাঠে মাঠে চোখ জুড়িয়ে যাওয়া সোনালী রূপ।
মাটির বুকে থেকে উঠে আসে দীর্ঘশ্বাস
বেঁচে থাকার লড়াইটা বড্ড কঠিন
হিমবাহ গলে যায় -
মানুষের বুকে চাপা পাথর গলে না।
অর্ধ সমাপ্ত রাত্তিরে জোনাকিরা আড্ডা মারে
মানুষ আড্ডা মারতে ভুলে গেছে -
উদয়াস্ত পরিশ্রম করতে করতে ভীষণ ক্লান্ত
মধ্যবিত্তের শিরদাঁড়া ক্রমশ বেঁকে যাচ্ছে নীরবে।
*******
রচনাকাল -
১৪ই নভেম্বর ২০২৪