অনেকেই ভুলে গেছে আমাকে
অপদার্থ মানুষকে ক'জন মনে রাখবে?
জীবনের স্রোতে ভেসে যায় অভিমান -
হৃদয়ের ক্ষত বিবর্ণ খামে লুকিয়ে রাখি।

প্রতিদিন ক্ষয় হচ্ছে শরীর...
দীপাবলিতে জোছনা খুঁজে লাভ নেই
তবুও আতসবাজি রংমশালে চারিদিক আলোময়
অন্ধকার গিলে খাচ্ছে বিপন্ন শরীরের ধ্বংসাবশেষ।

ফসলের মাঠ থেকে ভেসে আসছে সুগন্ধ
আমার শরীর থেকে উবে গেছে যৌবনের জৌলুস
অনাগত সুখের কাব্য আর লেখা হলো না
অপদার্থ জীবন হামাগুড়ি দিয়ে বেঁচে থাকে চিরকাল।

       *******

রচনাকাল -
৩রা নভেম্বর ২০২৪