খুশির জীবন রঙিন ভুবন
এমন সবাই চায়
চাঁদের আলোয় মুখ ধুয়েছি
বাঁচার আছে দায়।

বসন্ত রোদ দখিনা হাওয়া
রঙিন আবির খেলা
হৃদয়ের জানালায় মারছে উঁকি
নরম রোদের বেলা।

কোকিল কন্ঠে মধুর ধ্বনি
ঝর্ণার জলে স্নান
সুখের খোঁজে ছুটছে মানুষ
দুঃখ হবে ম্লান?

ঠোঁটের কোণে লুকিয়ে থাকে
দুঃখ কষ্ট ব্যথা
বালুচর জুড়ে মরা ঝিনুক
কেউ বোঝে না কথা।

আকাশ জুড়ে রামধনু রঙ
ছড়ায় সবার মুখে
দাঁড়িয়ে আছে অনাগত ভোর
থাকবে সবাই সুখে

        *****

রচনাকাল -
১৩ই মার্চ ২০২৪