অন্ধকারে হেঁটেছি অনেক কাল
জোনাকির সাথে গল্প করে সুখ পেয়েছি
এরা মানুষের মতো নয় -
মানুষ অন্যের ভালো দেখতে পারে না।

হৃদয়ের একান্ত নদীটি আজও আনমনা
ঋতুর পর ঋতু পেরিয়ে চলেছে
অভিমান কাব্য হয়ে যায় -
না বলা অনেক কথা বলতে ইচ্ছে করে।

অনাগত রোদ্দুরের প্রতিক্ষায় বসে থাকি
জীবনের সব আলো নিভে গেছে
ভাঙচুর হয়ে যায় শরীরের প্রতিটি শাখা প্রশাখা
তবুও অন্ধকারের পথ পেরিয়ে আলোতে হাঁটতে চাই।

          ******

রচনাকাল -
১৩ই নভেম্বর ২০২৪