চৈত্রের আকাশে মেঘের ঘনঘটা -
কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে
নতজানু হয়ে মুখ লুকিয়েছে সূর্যের যৌবন।
ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস
অভুক্ত অন্ধকারে ডুবে আছে ভোরের আলো
বৃষ্টি ভেজা রাত শিরশির করে শরীরের আনাচে কানাচে।
ভোর হয়েছে কিন্তু পাখিদের কিচিরমিচির শোনা যায় না
বসন্ত বাতাসে হালকা শীতের মিষ্টি রেওয়াজ
আমের মুকুল থেকে বেরিয়ে হাসছে কচি আমের শৈশব।
চৈত্রেই যেন অকাল বোধনের আয়োজন
বৃষ্টি পিছু ছাড়ে না এই চৈত্র মাসেও ...
প্রকৃতির কাছে মানুষ চিরকালই অসহায়।
******
রচনাকাল -
২০শে মার্চ ২০২৪