সারা দিন ধরে চলছে বৃষ্টি  -
রঙ বেরঙের ছাতা মাথায় হাঁটছে অসংখ্য মানুষ
আশ্বিন মাস, শরতের আকাশ ঘন কালো
মেঘে ঢাকা।

প্রভাতের আলো ক্রমশ নিভে গেছে আঁধারের ঘনঘটায়
সপ্তাহ ধরে বৃষ্টির বিরাম নেই  -
ভোরের শিশির উবে যাচ্ছে বৃষ্টির হাত ধরে।

পিচ্ছিল পথ, তবুও পথে অসংখ্য মানুষের চলাচল
জীবন জীবিকার তাগিদে সব্বাইকে পথে বের হতে হয়
পরিবারের মুখে দুমুঠো অন্ন জোটাতেই হবে।

অভুক্ত অববাহিকায় সংগ্রাম করা অনেক কঠিন
জীবনের বন্দরে দাঁড়িয়ে আছে অজস্র কঙ্কালসার শরীর
কেউ ফিরেও তাকায় না -
অবিরাম বৃষ্টিতে ভেসে যাচ্ছে হৃদয়ের আধ ভাঙা ঘাট।

              *******

২১ সেপ্টেম্বর ২০২৩