টুকরো হাসি অভিমানী মুখ
ভালোবাসা অভিনয়
হৃদয় উজানে প্রেমের জোয়ার
জীবন কী নয়ছয়?
দখিনা হাওয়ায় শিমুল পলাশ
বসন্তের ছবি আঁকি
ভালোবাসা নিয়ে লুকোচুরি খেলা
বোবা কথাদের ফাঁকি।
চৈত্র দুপুর নুপূরের ধ্বনি
ওষ্ঠে তৃষ্ণা জ্বালা
দু'চোখে কাজল সোহাগের রোদ
কোথায় বরণ মালা?
ছলাৎ ছলাৎ শব্দ ওঠে
হৃদয় বাঁধন হারা
ভালোবাসা একটি নদী
ছুটছে পাগল পারা।
কোকিল ডাকে বেহাগ সুরে
নীল যমুনার জল
দুটি ওষ্ঠের মিলন মেলায়
পাবেই সোহাগ ফল।
*****
রচনাকাল -
৮ই এপ্রিল ২০২৫