ভাতের থালাটা নিয়েছো কেড়ে
দাও নি খেতে ভাত
চাবুক মেরে বলেছো তোমরা
গরীবের আছে কী জাত!

অচ্ছুৎ ভেবে দাও নি ছুঁতে
দেবতার রাঙা চরণ
রক্তের রঙ সবার সমান
তবুও লিখলে মরণ।

মাটির পৃথিবীতে করো বসবাস
হিংসায় ভরা মন
মানুষকে তোমরা করলে ভাগ
কে কার আপনজন?

অভাবের সাঁকোতে দাঁড়িয়ে মানুষ
দেখে শুধু অভিনয়
সভা সমাজ সভ্য মানুষ
দেখায় যে কতো বিনয়!

ভরাডুবি নিয়ে বসত করে
মানুষ নামক জীব
সবই দেখছেন উপরওয়ালা
তিনিই ভগবান শিব।

        ******

রচনাকাল -
২৫ ডিসেম্বর২০২৩