প্রদীপের নীচে বসে আছে দুর্ভিক্ষ -
নীল আলোক শিখার গভীরে অন্ধকার
শীতের রাত্তির রামধনুর কাছে উত্তাপ চায়
কুয়াশার ডানায় বসে পাখিরা গাইছে জীবনের গান।

মানুষ গান ভুলে গেছে -
অবেলার রোদ্দুরে রোশনাই নেই
আছে এক আকাশ জমা কান্নার নদী
হাসিটা কান্না কাব্য হয়ে যায়।

শরীর সোনালী ভোরের প্রতিক্ষায়
বর্ণহীন রোদ্দুরে যৌবন ফিকে হয়ে যায়
সভ্যতার আঙিনায় হৃদয় রক্তাক্ত হয় চিরকাল
বঞ্চিত মানুষের অধিকার কোনোদিন কী প্রতিষ্ঠা পাবে?

           ******

রচনাকাল -
২১শে ডিসেম্বর ২০২৪