ফোনটা রেখে খেলতে এসো
ও যুবকের দল
শরীর চর্চা বিদ্যা বুদ্ধি
আসবে মনেতে বল।

খেলার মাঠে করবে গোল
কিংবা ক্রিকেটে ছক্কা
হার জিত খেলায় আছে
পাবে না কখনও অক্কা!

অনেক সময় করলে নষ্ট
মোবাইল ফোন খুলে
পড়াশোনা করলে ভালো
অভাব যাবে ভুলে।

স্বপ্নগুলো যাচ্ছে পুড়ে
যুবক সমাজ ক্ষয়
অমানিশা কাটবে এবার
করবে সকলে জয়।

ওরে যুবক ওরে তরুণ
রাখ না হাতে হাত
হিন্দু মুসলিম শিখ খ্রিষ্টান
রক্তের নেই জাত।

      ******

১৫ সেপ্টেম্বর ২০২৩