কুয়াশায় ডুবে গেছে জীবনের পথ
সাদা ঘন কুয়াশা কেটে গিয়ে রোদ্দুর উঠবে আবার
নতুন জীবনের খোঁজে বেরিয়ে পড়েছে মানুষ।
শীত চলে গেলে বসন্ত আসবে -
আবীর খেলা, দোল উৎসব সবই থাকবে জীবনে
মনে মনে সব্বাই রঙিন হতে চায়।
ঘন কুয়াশায় হতাশ হয়ে লাভ নেই
জীবন থেকে রোদ্দুর হারাবে না কখনও
একদিন না একদিন সব ধোঁয়াশা কেটে যাবেই যাবে।
বসন্ত এলেই সব পাতা ঝরে যাবে -
পরিযায়ী পাখির দল ফিরে যাবে তাদের আপন দেশে
দখিনা হাওয়ায় মুক্তির গান গাইবে নিঃস্ব মানুষ।
*******
রচনাকাল - ১২ জানুয়ারী ২০২৪