পায়ে ব্যথা হাঁটতে কষ্ট
হাঁটুতে ধরেছে বাত
শীতে বড্ড হয়েছে ভোগান্তি
শুয়েই হয়েছি কাত।

বাড়ছে বয়স আসে না ঘুম
কাবু করেছে শীত
মাঝে মাঝে চেঁচিয়ে উঠি
বোধহয় নড়েছে ভিত!

চোখের জ্যোতি যাচ্ছে কমে
তুবড়ে গেছে গাল
হাসলে বলে ফোকলা বুড়ো
শরীরের নেই হাল।

একটা সময় হাল করেছি
মাঠের কতো জমি
বাতের ব্যথায় বড্ড কাবু
যেন নিঃস্ব মরুভূমি!

বসন্ত ঋতু এসেছে দ্বারে
গাছেও ধরেছে ফুল
রোগে জর্জরিত সারা শরীর
ভেঙেছে সকল ভুল।

      ******

রচনাকাল -
২৬শে ফেব্রুয়ারী ২০২৪