নির্বাচনে কেউ বা জেতে
কেউ বা হেরে ভুত
নানান রঙের আবির মেখে
ধরে পরের খুঁত।
নির্বাচনে প্রতিশ্রুতির
বন্যা বয়ে যায়
দেবো দেবো সবাই বলে
কেউ কিছু না পায়।
ভোটের সময় পেরিয়ে গেলে
কাউকে পাবে না খুঁজে
জিতলে ভাল, হারলে কিন্তু
হারিয়ে যাবেই নিজে।
ঘরবাড়ি সব পাকা হবে
রাস্তা হবে ঢালাই
স্বপ্নগুলো ফানুস হবে
বলবে নেতারা পালাই।
নির্বাচন আসে নির্বাচন যায়
পায় না মানুষ সুখ
অভাব আছে চিরজীবন
সাথেও আছে ভুখ।
****