ছলাৎ ছলাৎ শব্দ ওঠে
থমকে কেন জীবন
নীরব কথা নীল অভিমান
সদাই রক্ত ক্ষরণ।

একটু একটু হাসির চেষ্টা
সবাই করে থাকে
মুখ শুকিয়ে থেকো না আর
নইলে পড়বে পাঁকে।

সবাই বলে সুখে আছি
মুখে অলীক হাসি
মুখোশ খুললেই দেখতে পাবি
দুঃখ রাশি রাশি।

উজান স্রোতে দাও ভাসিয়ে
নিজেদের অভিমান
দুঃখ কান্না থাক জীবনে
এ যে বিধাতার বরদান।

সুখের আশায় থেকো না বসে
কান্না কাব্য হয়
হৃদয় উজানে শুধুই ঢেউ
মানুষই করবে জয়।

      *****

রচনাকাল -
২রা এপ্রিল ২০২৫