একটুখানি বৃষ্টি তরে
আকাশ পানে চাই
মেঘবালিকা কোথায় তুমি
কোথায় গেলে পাই।

কিচিরমিচির করছে পাখি
ভীষণ কষ্টে আছি
কয়েক পশলা বৃষ্টি দিলেই
সবাই একটু বাঁচি।

ঝড় উঠবে কালবৈশাখী
তারও নেই দেখা
গরম বাতাস গিলছে মানুষ
এই কী কপালে লেখা!

মিথ্যে আশায় বৃষ্টি খুঁজি
পুড়ছে সারা দেশ
তাপমাত্রা শোনে না নিষেধ
বাড়ছে ক্রমে বেশ।

কবিতা কখনও কী বৃষ্টি হবে
বুঝবে মনের কথা
পাখির ঠোঁটে নীল অভিমান
জীবনেও থাকবে ব্যথা।

        ******

রচনাকাল -
১লা মে ২০২৪