নীল জোছনায় শুয়ে আছে ভবিষ্যৎ
ঠিকানা হারিয়ে গেছে সব রোদ্দুর শুষে নিয়ে
তবুও বেঁচে থাকে মানুষ নীল রোদ্দুরের ছোঁয়া পেয়ে।
কুয়াশার আদিমতা এখনও কমে নি
প্রাত্যহিক জীবনে নিঃসঙ্গতা গ্রাস করছে
উদাসী হাওয়ায় সাথে মিশে থাকে মানুষের কঙ্কাল।
প্রকৃতির কোলে বেড়ে ওঠে বসন্তের রঙিন উৎসব
শীতে কুঁকড়ে থাকা মানুষ নিঝুম অন্ধকার কেটে বেরিয়ে আসতে চাইছে
ধূসর মেঘে ঢাকা পৃথিবী তবুও হাসায় সব মানুষকে।
হাসি কান্নায় ভরা মানুষের ভবিষ্যৎ
নীল জ্যোৎস্নায় শুয়ে আজও তাই স্বপ্ন দেখতে পারে
স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে থাকে হাজার কষ্ট যন্ত্রণা সহ্য করে।
*******
রচনাকাল -
১৯ ফেব্রুয়ারী ২০২৪