পুজোর ক'দিন থাকবে ছুটি
ভাবছি করবো আয়েস
সারাটা বছর খেটেই মরি
একদিন হবেই পায়েস।

রুক্ষ জীবন আশার প্রদীপ
জ্বালবো সবাই ঘরে
একটু সুখ পাবো ভেবেই
খুশিতে মনটা ভরে।

নীল আকাশের নীচে মানুষ
করবে সুখে বাস
শিশির ভেজা স্নিগ্ধ সকাল
প্রকৃতির মোরা দাস।

গঙ্গায় স্নান করছে মানুষ
কাটাবো সকল পাপ
মাথার উপর আছেন প্রভু
তিনিই আসল বাপ।

পুজোর ক'দিন থাকবে কাছে
সবার আপনজন
হই হুল্লোড় খাওয়া দাওয়া
শেষেই বিসর্জন।

         ******

রচনাকাল  -
১৪ অক্টোবর ২০২৩