হেমন্তের এই ফুলের মেলায়
ভ্রমর আসে ছুটে
মধু ভরা ফুলের গন্ধে
খাচ্ছে মধু লুটে।

হেমন্ত দিন হবে অবসান
এসেছে শীতের দিন
খুশির আমেজ নেবে সবাই
হৃদয়ে খুশির বীণ।

খেজুর রস নলেন গুড়
শীতের সুস্বাদু মোয়া
নতুন চালের মিষ্টি পায়েস
যাবে না কখনও খোয়া।

পরীক্ষা শেষ নতুন বছর
নতুন বইয়ের গন্ধ
লেপ কম্বল শাল সোয়েটার
খুলিতে সবাই অন্ধ।

শীতল হাওয়া পাখির কুজন
শীতেই হাজার মেলা
ভিক্টোরিয়া চিড়িয়াখানায়
কাটবে সারা বেলা।

    *****

রচনাকাল -
২৮ শে ডিসেম্বর ২০২৩