পঁচিশ আনুক শান্তি সুখ
আসুক নতুন ভোর
নববর্ষ হাতছানি দেয়
কাটুক দুঃখের ঘোর।

অমানিশা রাত কুয়াশায় ঢাকা
তবুও বাঁচতে চাই
জীবন আলোকে মুক্তির গান
সবকিছু যেন পাই।

     *****