সবুজ বনানী যায় শুকিয়ে
কেঁদেও পাবে না কূল
দস্যু মানুষ হবেই জব্দ
ভাঙবে কবে ভুল?
কঠিন অসুখ কঠিন সময়
নষ্ট সুখের ঘর
অবুঝ মানুষ মিছিলে হাঁটে
ভিতরে গভীর জ্বর।
আর কতকাল লুকিয়ে অসুখ
বাঁচবে মানুষ ভাই
ক্ষতের উপর বাড়ছে ক্ষত
সুখ কেমনে পাই!
*****
রচনাকাল -
১০ই ফেব্রুয়ারী ২০২৫