ঝড়ের পূর্বাভাস নেই
তবু মনে হয় ঝড় উঠবে
নীরব থমথমে গুমোট একটা পরিস্থিতি
আকাশে কিন্তু একটুও মেঘ নেই

তবুও সব্বাই ভয়ে আছে
কী জানি কী হয় -
হৃদয়ের ক্ষতে গভীর ক্ষত
ধ্বংসস্তূপের নীচে ঝড়ের অলীক আর্তনাদ।

ঝড়ে তছনছ হৃদয়ের কবর
নষ্ট সভ্যতায় জন্ম নেয় ক্ষতের ইতিহাস
গরীবের কঙ্কাল কথা বলবে কবে?
জন্ম জন্ম ঝড় সহ্য করে আসছে গরীবের দল।

          ******

রচনাকাল -
৯ই এপ্রিল ২০২৫