স্তনের নদীতে জোয়ার -
হাড় জিরজিরে শরীরে এতো দুধ
হৃদয়ের ব্যালকনিতে সুরক্ষিত শিশু
ডাস্টবিন ঘেঁটে ঘেঁটে খাবার খাওয়া নারী
তবুও স্তনে শিশু খাদ্যের অভাব নেই।

অন্ধকার ঘূর্ণাবর্তে হারিয়ে যায় নারী
জোনাকির হাতে আলোর প্রদীপ -
মিটিমিটি জ্বলে তবুও নেভে না।

বিবর্ণ ক্যানভাসে সন্ধ্যা নামে -
ছোট্ট জীবন তবুও জোছনা ছড়ায় হৃদয়ে
বিধাতার ছোঁয়ায় শরীরে যৌবন আসে
নীল নদে উপছে পড়ে শিশুর খাবার।

ধনী গরীব নয়, নারীর স্তনে জোয়ার আসে শিশুর স্পর্শে
সব্বাই চাইলেও পাবে না সেই সম্পদ
ডাস্টবিন ঘাঁটে তবুও বিধাতা দিয়েছেন নারীত্বের অধিকার।

           ******

রচনাকাল -
৭ই সেপ্টেম্বর ২০২৪