নদীর সাথে কাটাই জীবন
ঝড় কিংবা জলে
একূল ওকূল দুকূল ভাসিয়ে
আপন খেয়ালে চলে।
সুখ দুঃখের কাব্য লিখে
কান্না ভুলে যাই
ঈশান কোণে মেঘের খেলা
সাবধানে চল ভাই।
হৃদয় নদীতে জোয়ার ভাটা
প্রকৃতি দেখায় রোষ
নদীর সাথে সোহাগ করে
ভুলবে নিজের দোষ!
ভোরের পাখিরা মাছের খোঁজে
নদীর বুকে ভাসে
শিকার ধরার নেশায় মাতে
খলখলিয়ে হাসে।
বালুচর জুড়ে লক্ষ ঝিনুক
গোপন কথা কয়
নদীর সাথে সারাটা জীবন
কাটে না তবুও ভয়।
*****
৩০ আগস্ট ২০২৩