একটা নদী অবাক তাকায় একটা নদী হাসে
দুই মোহনা মিলন পিয়াসী যদি ভালোবাসে!

হৃদয় কথা বলতে এসে মেশে একই সাথে
গোপন কথা রয় না গোপন চলে আপন পথে!

শীত গ্রীষ্ম বারো মাসই আপন বেগে বয়
জোয়ার ভাটাই খেলার সাথী মিলন ওতেই হয়!

নদীর বুকে ভাসছে তরী উড়ছে হাওয়ায় পাল
স্রোতের টানে উজান ঠেলে মাঝিরা টানছে হাল!

প্রভাত আলোয় উদাস বাউল গাইছে নদীর গান
হাসি কান্নায় দোদুল দোলে নদী করে কলতান!

      *******