ঐ
নদী
একাই
চলে বয়ে
যত ময়লা
যত আবর্জনা
নদীতে দেয় ফেলে।
অবরুদ্ধ নদী পথ
সভ্য মানুষ আজ অন্ধ
বন্যায় ভাসবে গোটা দেশ
ডুবেই যাবে সোনার সংসার
ফসলের মাঠ, গরীবের ঘর
স্বপ্নের ইমারত জলের তলায়
সভ্যতার হাতে নদীরা হয়েছে বন্দী
নদী বাঁচলে মানব জীবনও বাঁচবে।
******
রচনাকাল -
১৫ই মার্চ ২০২৫