ছোট্ট একটা নদীর কথা জানি
যেখানে হাসি বাঁচিয়ে রাখে স্বপ্নের অঙ্গীকার
দুই কূলে বসবাস করে লক্ষ অভাবী মানুষ
নদী জীবন দুঃখ ভুলিয়ে দেয়।
কষ্টের ইমারতে সভ্যতার গল্প -
নদীর জলে ভাসিয়ে দেয় নৌকা
সারা রাত্তির নৌকা বেয়ে মাছ ধরে
ভাঙছে পাড়, ভাঙনে গিলে খায় বসত।
নদী হাসতে শেখায়, বাঁচাতেও শেখায়
কান্না হাসিতে পরিণত করতে পারে নদীই
ঝড় ওঠে, ঝড় থেমেও যায় -
তবুও নদীকে বুকে জড়িয়ে ধরে অসহায় মানুষ।
******
রচনাকাল -
২০শে জানুয়ারী ২০২৫