চোখের কাজলে ধূসর ছাই রঙ -
ক্ষুধার্ত মানুষ গুহা থেকে বের হতে চায়
তবুও অভুক্ত অন্ধকার কাটে না কখনও
নতজানু হয়ে কতকাল থাকবে মানুষ।

বাঁচার অঙ্গীকার নিয়ে বাঁচতে চাই
মুক্ত মঞ্চে মাথা উঁচু করে জীবনের গান গাইতে চাই
হামাগুড়ি দিয়ে অনেক হেঁটেছি, আর নয় -
নতুন বছর, নতুন শপথ, নব জীবনের অঙ্গীকার।

ভোরের আলোয় নববর্ষের হাতছানি -
পাখির ঠোঁটে নীল সমুদ্রের রঙিন আবাহন
ফসলের মাঠ থেকে ভেসে আসে নবান্নের সুগন্ধি
সভ্যতার আঙিনায় উৎসবে মেতে উঠুক সব্বাই।

             ******

রচনাকাল -
১লা জানুয়ারী ২০২৫