মৃত নদী হয়ে ওঠে গর্ভবতী -
নারীও গর্ভবতী হয় পুরুষের ওম নিয়ে
সভ্যতা চেয়েছে নারী পিছিয়ে থাকুক
কিন্তু পারে নি, সভ্যতাও হেরে গেছে নারীর কাছে।

নারী সৃষ্টি করে সন্তান -
দশভুজা হয়ে দমন করে অসুর
আবার জননী হয়ে সন্তানকে স্তন্যপায় করান।

নারীর পায়ে শিকল বেঁধো না
শিক্ষা দীক্ষায় এগিয়ে চলেছে অসীম শক্তিতে
সব ক্ষেত্রেই নারী আজ বিজয়ীনি।

একবিংশ শতাব্দীতে নারীর চোখে কান্না নেই
আছে ভালোবাসার এক সমুদ্র ইতিহাস
নীল জোছনার আলোয় আলোকিত হয় নারীর জয়যাত্রা।

           ******

রচনাকাল -
৮ই মার্চ ২০২৪ (আন্তর্জাতিক নারী দিবস)