মেঘলা আকাশ শীতল বাতাস
জুড়বে সবার প্রাণ
গরম থেকে মিলবে মুক্তি
এ যে প্রকৃতির মহাদান।

শীতল বাতাসের ছোঁয়া পেয়ে
ভাবছে নামবে বৃষ্টি
মেঘলা আকাশে খুশির দোলা
এবার হবে সৃষ্টি।

      *****