আমি কোন্ নর্দমার পাঁক থেকে উঠে এসেছি
তোমরা আজও কেউ জানো না
কেউ কখনও জানতে চায় নি।

বিকলাঙ্গ রাত্তির থেকে উঠে আসছে দীর্ঘশ্বাস
সারা শরীরে পাঁকে ভরে গেছে -
অদ্ভুত অন্ধকার গিলে খাচ্ছে বিপন্ন সময়।

জলতরঙ্গের সুমধুর শব্দ কানে আসে না
প্রজাপতির ডানায় রঙ খেলা করে
আমার শরীর বিবর্ণ হয়ে যায় সভ্যতার আঙিনায়।

ঝড় উঠেছে হৃদয়ের উপবনে -
ফাগুন বেলায় দলছুট হরিণ শাবকের মত আমার অবস্থা
মৃত্যুর কারখানায় আমি এক অনাহূত আগন্তুক।

হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত ...
ঝলসানো চাঁদের সাথে সখ্যতা করতে জানি না
বেওয়ারিশ শব্দটা যন্ত্রণা দেয় চিরকাল।।

           ******

রচনাকাল -
২রা এপ্রিল ২০২৪