মৃত বারুদেও আগুন লুকিয়ে থাকে
হঠাৎ বিষ্ফোরণে কেঁপে ওঠে গোটা অঞ্চল
শরীরের গভীর ক্ষতও দেখতে পায় না কেউ
অথচ ক্ষতটা ক্রমশ বেড়েই যায় সবার অলক্ষ্যে।

শরীর থেকে উবে গেছে বিষাদ রোদ্দুর
রাতের অন্ধকারে হেঁটে চলেছে অলীক অভিমান
বারুদ জমছে হৃদয় অলিন্দে -
কোনো একদিন বিষ্ফোরণ হবেই হবে।

মৃত বারুদের স্তুপে গন্ধ নেই
অথচ ধ্বংসের আয়োজন মজুত
নীরব ঝড়ের খেলায় মেতে উঠেছে মানুষ
বারুদ বারুদই, বারুদকে অবহেলা নয় কখনই ...

             *******

রচনাকাল -
২৪শে মার্চ ২০২৫