মেঘ ডেকে ডেকে ফিরে যায়
বৃষ্টি আর হয় না -
অন্ধ দেবতার পায়ে মাথা ঠুকছে মানুষ
অবুঝ কান্নাগুলো দু'চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে।

অথচ একটা সময় বৃষ্টি নামতো অতি সহজেই
মাঠে ভিজতে ভিজতে কৃষক গাইত গান
জীবনের গান, বেঁচে থাকার গান -
এখন একমুঠো বৃষ্টির জন্যে পূজাপাঠ হয়।

খন্ড খন্ড মেঘ ঘুরে বেড়ায় আকাশের বুকে
বিদ্যুৎ চমকায় যেন মিথ্যে আস্ফালন
ঝড় ওঠে মৃত নদীর চরে...
বৃষ্টি হীনতায় ভুগছে মানুষ, নদীগুলোও।

        ******

রচনাকাল -
৪ঠা জুলাই ২০২৪