মাটির হাঁড়িতে রান্না খাবার
খেয়েই একবার দেখো
সুস্থ শরীর হবেই হবে
মাটিটাই শরীরে মাখো।

স্টিলের বাসন অ্যালুমিনিয়াম
ভর্তি সবার ঘরে
রোগের বাসা ওদের মধ্যে
মরণ লিখবে পরে।

মাটির জিনিসে নেই তো ভেজাল
হবেই সে তা খাঁটি
সভ্য মানুষ মর্ম বোঝে না
মাটিটাই হল খাঁটি।

মাটির পাত্র ঠুনকো জানি
কেউ করে না আদর
রুগ্ন শরীর হাঁপিয়ে মরে
মাটিকেই করো কদর।

ভিজে মাটির গন্ধ নিলেই
সুস্থ হবে মন
কান্না মুছে হাসবে সবাই
মাটিই আপনজন।

        ******

১৩ সেপ্টেম্বর ২০২৩