বাসি খাবার
তাও রোজ জোটেনা
ফিকে রোদ্দুর।

অভুক্ত রাত
কাঁদছে ছোট্ট শিশু
ঘুম আসে না।

বসন্ত দিন
গরীবের তাতে কী
বিবর্ণ রঙ।

রুটি ও ভাত
দেয় না দুটো কেউ
হৃদয়হীন।

সুখ দুঃখ
কঠিন এ লড়াই
মরণ কাব্য।

  ****