একটা কবিতা লিখতে চেয়েছি অনেক কাল
সাদা পাতায় আঁধার নামে -
জীবনের গল্পগুলো শুয়ে থাকে অন্ধ নর্দমায়।

কবিতা লেখা হয় না একটাও
ভালোবাসা সুখ দুঃখ এক বিছানায় ঘুমোয়
হাসনুহানা ফুলের গন্ধ খেলা করে সারা রাত্তির ধরে।

হৃদয়ের জানালা খোলা থাকে উন্মুক্ত
তবুও বসন্ত আসে না কোনদিনই -
মরা জ্যোৎস্নার নদী পেরিয়ে যেতেও ভয় হয়।

নদীর জলে অসংখ্য কবিতা ভেসে যায়
কবিতার অক্ষর থেকে জন্ম হয় ছয় ঋতুর -
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ...
আহা, কী অপরূপ ছন্দে তৈরী হচ্ছে এক একটা কবিতার নদী।

         *****

রচনাকাল -
২৬ ডিসেম্বর ২০২৩