অন্ধকারে একটা গুলির শব্দ
একটা আর্তনাদ -
এ গলি ও গলি দিয়ে মানুষের ছোটাছুটি
হঠাৎ কান্নার শব্দে জেগে ওঠে বস্তি।
রক্তে ভেসে যাচ্ছে মাটি -
একটা জ্যান্ত শরীর লাশ হয়ে যাচ্ছে
অন্ধকার তবু এতো কোলাহল
গুলি বন্দুক এ লড়াই চলছে চলবে!
থমকে আছে দখিনা বাতাস
গুলিবিদ্ধ তাজা যুবক যেন মৃত্যুহীন প্রাণ
শীতের আঁধার ফুঁড়ে মরা কান্নার জ্যোৎস্না
বিপথগামী যুবক, বিপথগামী অশনি সমাজ।
*****
রচনাকাল -
৫ই ফেব্রুয়ারি ২০২৫