পথের প্রান্তে পড়ে আছে
মরা জোনাকির শব
সারা রাত্তির উৎসব করে
নেই কোনো কলরব।

জোনাকি আলোতে আঁধার কাটবে
এমন আশাও ক্ষীণ
হৃদয়ের নদী যায় শুকিয়ে
অভাবে কাটছে দিন।

মাঠে মাঠে জোনাকির হাড়
ছড়িয়ে ছিটিয়ে পড়ে
মানুষের হাড় পাও কী দেখা
যারা অভিমানে মরে।

মরা জোনাকির শবে লেখা
নয় এটা অভিমান
মানুষ মরে অভিমান করে
চায় শুধু প্রতিদান।

পূর্ণিমা চাঁদ ডুবেই গেছে
জোনাকিই শুধু জ্বলে
বোকা মানুষ ঠকে চিরকাল
ছলে বলে কৌশলে।

       ******

রচনাকাল -
২৪শে আগস্ট ২০২৪