জলে ধুয়ে নেবো সব পাপ
মুছে দেবো রক্তের দাগ
ক্ষতটা মুছবো কী করে?
গোপন সুড়ঙ্গ দিয়ে ভেসে যাচ্ছে রক্তের স্রোত।
পূর্ণিমা চাঁদ ঢলে পড়ছে নীরবে পশ্চিম দিকে
রাতের এতো মায়াময় আলো ছড়িয়ে পড়ছে বেলাভূমিতে
তবুও অদৃষ্টে লিখে দেয় মরা জোছনার কাব্য
জোনাকিরা হামাগুড়ি দেয় অভুক্ত মানুষের মতো।
শীত ফিরবে কথা দিয়েছে -
জলতরঙ্গের মতো ছন্দ ফিরে পাবে মানুষও
টুংটাং শব্দে মুখরিত হবে অর্ধমৃত মানুষের দীর্ঘশ্বাস
সব কষ্ট সব যন্ত্রণা এক লহমায় উধাও হয়ে যায়।
******
রচনাকাল -
১৫ ফেব্রুয়ারী ২০২৪