মা আসছেন ঘোড়ায় চড়ে
করবো সবাই বরণ
হৃদয় জুড়ে তোমার আসন
ধরবো মায়ের চরণ।

দুঃখ কষ্টে কাটছে জীবন
পাই না কখনও সুখ
তোমরা আশীষ পেলেই মাগো
ভুলবো সকল দুখ।

আঁধার পেরিয়ে আলোর দিশা
দেখাও মাগো তুমি
মাঠে ফলবে সোনার ফসল
তুমিই জন্মভূমি।

দুয়ারে দাঁড়িয়ে আগমনী ভোর
বাতাসে হিমেল হাওয়া
কাশফুল দোলে দিগন্ত জুড়ে
আগমনী গান গাওয়া।

শারদ প্রভাতে মহালয়া গান
আকাশে বাতাসে ভাসে
দুঃখ কষ্ট দাও ভুলিয়ে
সব্বাই যেন হাসে।

       ******

রচনাকাল -
৬ অক্টোবর ২০২৩