মনের অসুখ সারবে কবে
জানে না তো কেউ
শরীরের অসুখ যাবেই সেরে
মরা নদীতে ঢেউ।

মনটা করো উদাস বাউল
থাকবে না কোনো রোগ
ঔষধ ছাড়া বাঁচবে সবাই
শরীরে দিও ভোগ।

মুক্ত হাওয়া পাখির ডানা
নীল জোছনায় ভোর
পাখির মতো বাঁচতে গেলে
খুলে দাও বাহুডোর।

মনের অসুখ শরীর জুড়ে
গভীর নিশুতু রাত
হৃদয় ক্ষতে প্রলেপ দিও
রোগের নেই তো জাত।

কঠিন অসুখও যাবেই সেরে
বুক ভরে নাও শ্বাস
যতো অসুখ মনের ভিতর
মানুষই রোগের দাস।

মনের অসুখ নেই তো ওদের
ভিক্ষা করে খায়
দু'মুঠো ভাত পেলেই খুশি
হাসি মুখে চলে যায়।

         *******

রচনাকাল -
১৮ই জুন ২০২৪