কুয়াশায় ঢাকা সবুজ বনানী
নগর জীবন স্তব্ধ
গ্রামটা যেন সাদা সামিয়ানা
দেখেই সবাই মুগ্ধ।
শীতের ছুটির এসেছে সময়
বাতাসে মায়াবী ছোঁয়া
মর্মর ধ্বনি শুকনো পাতায়
কিছুই যাবে না খোয়া।
পরিযায়ী পাখি ফিরছে ঘরে
দুয়ারে দখিনা গন্ধ
শীতের কুয়াশা উধাও হবে
আসবে জীবনে ছন্দ।
শিমুল পলাশ বসন্ত দিন
উৎসবে মাতোয়ারা ভোর
হৃদয় রঙিন স্বপ্নে সুদিন
কাটবে দুখের ঘোর।
সবুজ আঁচলে মমতা মায়া
মায়ের স্পর্শ পাই
কুয়াশার ভোর যাবেই কেটে
প্রকৃতির সুখ চাই।
******
রচনাকাল -
১২ই ফেব্রুয়ারী ২০২৫