মিছিলে হেঁটেছি অনেকটা পথ
ঝলসে গেছে যৌবনের নদী
মিছিলে ঝরেছে রক্ত -
তবুও মিছিলের হাঁটতে চাই আজীবন।
রক্তাক্ত নীল যৌবন
গুমোট আঁধারে জোনাকির কান্না শুনেছি
মানুষ গুমরে কেঁদে মরে...
কান্নার জলে উপনদী তৈরি হয়।
মিছিলে চলে লাঠি গ্যাস জলকামান
পিছু হটে না মিছিল -
ক্ষত বিক্ষত রক্ত ক্ষরণে রক্তের নদী
মিছিল চলছে চলবে, মিছিল রক্তে মিশে আছে।
কঠিন মাটিতে মুখ গুঁজে পড়ে আছে যৌবন
পিছন ফিরে তাকিয়ে দেখে নি কেউ
মিছিল মঞ্চ থেকে ভেসে আসে 'আমাদের দাবী মানতে হবে মানতে হবে'।
******
রচনাকাল -
২৪শে জুলাই ২০২৪