মাটির পৃথিবীতে কান্না আছে
কোথায় পাবে সুখ
অধরের হাসি অমলিন থাক
মেটে না কখনও ভুখ।
ভাঙা সংসার তবুও মানুষ
মিছিলে স্বপ্ন লেখে
হাসতে হাসতে জীবন দেয়
তবুও না কিছু শেখে।
আঁধারের পথে জ্বলবে আলো
মিছে ছলনায় ভাসি
হাজার দুঃখ হৃদয়ে লুকিয়ে
সারাটা জীবন হাসি।
মিছিল মিছিলে জনসমুদ্র
তবুও জোটে না ভাত
কান্না কাব্য অলিখিত থাকে
জেগে কাটাবেই রাত।
উদাসী হাওয়ায় মুক্তির শ্বাস
লেখে আজীবন কষ্ট
সুখের পিছনে ছুটছে সবাই
হাসিটুকু হয় নষ্ট।
******
রচনাকাল -
২৯শে মে ২০২৪