একটু একটু করে ডুবে যাচ্ছে চাঁদ
ভোর হতে বেশি বাকী নেই -
কাজে বেরিয়ে পড়ছে অভুক্ত মানুষ
যারা ভোরের ট্রেন ধরে সুখ খুঁজতে যায়।

ঝড় জল উপেক্ষা করে ট্রেন ধরে
সারাদিন কাজ কাজ আর কাজ ...
শ্রমজীবী মেহনতি মানুষের রক্ত ঘাম হয়ে যায়
তবুও বিশ্রাম নেই অভুক্ত উপত্যকায়।

জীর্ণ হয়ে যায় গরীবের শরীর -
পাঁজরের কঙ্কালও ক্ষত বিক্ষত নীল জোছনায়
রঙ চটা শরীরে বিবর্ণ কান্না লুকিয়ে থাকে
মেহনতি মানুষের কাব্য চিরকাল রক্তাক্ত হয়।

          *****

রচনাকাল -
২৬শে মার্চ ২০২৫