মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যাচ্ছে সিকিমের জনবসতি
মৃতপ্রায় তিস্তা নদীর জলস্তর বেড়ে চলেছে হু হু করে
জলের তোড়ে ভেসে চলেছে গৃহপালিত পশু, অসংখ্য মানুষ।

প্রবল ধ্বসে ভেঙে চুরমার ঘরবাড়ি
জলের তলায় ডুবে যাচ্ছে সিকিমের সৌন্দর্য
বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, তছনছ জনজীবন।

প্রকৃতির ক্রোধে পুড়ে যাচ্ছে সভ্যতা -
যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে
জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে ফলে দুর্ভোগ চরমে উঠেছে।

মেঘ ভাঙা বৃষ্টিতে হারিয়ে গেছে পরিবার পরিজন
বহু মানুষ নিখোঁজ, মৃত্যু মিছিল অব্যাহত
রঙিন জীবন মুহুর্তে বদলে গেছে দুঃস্বপ্নের ইতিহাসে।

            ******

রচনাকাল  -
৫ অক্টোবর ২০২৩